আপনার কাছে ভারতের এই কয়েনগুলো থাকলে আপনিও হতে পাড়েন কোটিপতি
যদি আপনার কাছে 1 টাকা 5 টাকা এবং 10 টাকার কয়েন থাকে তাহলে আপনিও রাতারাতি হয়ে যেতে পারেন কোটিপতি। শুনে কথাটি তাজ্জব হলেন হয়তো, তবে ঘটনাটি একেবারেই সত্যি। আমাদের মধ্যে এরকম অনেকেই রয়েছেন যাদের পুরনো পয়সা জমানোর নেশা। আপনারও যদি সেরকম নেশা থাকে তাহলে আপনিও রাতারাতি হয়ে যেতে পারেন কোটিপতি
তবে যেকোনো পয়সা হলেই চলবে না পয়সাটি কে হতে হবে বিশেষ। 2002 সালে মাতা বৈষ্ণব দেবীর প্রতিকৃতি দেওয়া 1 টাকা এবং 10 টাকার কয়েন বেরিয়েছিল, আর এই কয়েনগুলি এই মুহূর্তে আকাশছোঁয়া চাহিদা। মা বৈষ্ণব দেবীর প্রতিকৃতি থাকার কারণে অনেকেই এই পয়সাগুলো কে লাকি কয়েন হিসাবে গণ্য করেন। বর্তমানে ই-কমার্স ওয়েবসাইট ট্রেন্ডিং চলছে এই অর্থ উপার্জনের উপায়টি।
এই কয়েন বিক্রি করে আপনি পেয়ে যেতে পারেন লক্ষ খানেক টাকা। একইভাবে বিশেষ চাহিদা রয়েছে 1 টাকার মুদ্রার। এই মুদ্রাটি 1913 সালে জারি করা হয়েছিল। 100 বছরেরও বেশি পুরনো এই কয়েনটি পরিবর্তে আপনি পেয়ে যাবেন 25 লক্ষ টাকা। এই মুদ্রার বিশেষত্ব হলো মুদ্রাটি অত্যন্ত বিরল। মুদ্রাটি রুপা দিয়ে তৈরি করা হয়েছিল।
বর্তমানে মুদ্রাটি ভিক্টোরিয়ান বিভাগের অন্তর্ভুক্ত। আপনি এই মুদ্রা টিকে ইন্ডিয়ান মার্ট সাইডে বিক্রি করতে পারবেন। নিম্নলিখিত ওয়েবসাইটগুলো তে আপনি মুদ্রা বিক্রি করতে পারবেন
•https://dir.indiamart.com/impcat/old-coins.html
•https://in.pinterest.com/080841052o/sell-old-coins
•http://www.indiancurrencies.com
মুদ্রা বিক্রি করার জন্য আপনাকে এই সাইটগুলিতে লগইন করে নিজের আইডি তৈরি করতে হবে। এরপর আপনার কাছে থাকা মুদ্রা গুলির ছবি আপলোড করতে হবে। গ্রাহকরা মুদ্রা কেনার জন্য আপনার সাথে যোগাযোগ করবে।